নিউজডেস্ক: ইসলামপুর( Islampur) মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ দেবশ্রী চৌধুরী সহ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র দামোদর আগারওয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন লরেল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সদস্য শুভেন্দু মজুমদার সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা।রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে তা প্রশংসনীয়।
এখানে যে যুবক যুবতীরা রক্তদান করছেন তা প্রেরণাদায়ক। এরকম রক্তদান শিবির আরো হওয়া উচিত। মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র দামোদর আগারওয়াল বলেন বহু পুরনো সংগঠন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। আমাদের এই রক্তদান শিবির আয়োজন করার অভিজ্ঞতা ছিল না। করতে পেরে খুবই ভালো লাগছে। অপরদিকে বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক তপন কুমার বিশ্বাস বলেন প্রত্যেকটি মানুষের উচিত রক্ত দান করা ও রক্ত দানে সকলকেই এগিয়ে আসা উচিত।
- (no title)
- (no title)
- Archery World Cup| তীরন্দাজ বিশ্বকাপের প্রথম পর্যায়ে ৫ টি সোনা ভারতীয় খেলোয়াড়দের।
- ‘টাকাও যাবে, জেলেও যাবে’আদালতের নির্দেশের পরেও পদত্যাগ করেনি যারা- জানালেন জাস্টিস বসু
- ‘২০২৩ সালের পঞ্চায়েত ভোট শাসক দলের কাছে সহজ হবে না’- আনাওয়ারুল হক
[…] রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর উপস্… […]