নিউজডেস্ক: দোল উৎসবে আর মাত্র কটা দিন বাকি। আবির মাখতে ভয় পান? আর ভয় নেই।এবার জেলাতেই তৈরি হচ্ছে ভেষজ আবির। সেই আবির তৈরিতে ব্যস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। একদম ঠিক পড়ছেন। এবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ধন্দুগছ শক্তি ও সোনার তরী দলের মহিলারা যৌথভাবে ভেষজ আবির তৈরিতে লেগে পড়েছেন। গত চার বছর ধরে মহিলারা আবির তৈরি করে বিক্রি করছে । সেই আবির চলে যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। ইতি মধ্যে বহু জায়গা থেকে অর্ডারও পেয়ে গেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা।

দলের মহিলারা জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে ভেষজ আবির বানানোর কাজ শিখেছেন দলের মহিলারা। রাসায়নিক উপকরণের হাত থেকে বাঁচতে বিশেষ কিছু ফল,ফুল,পাতা ব্যবহার করে ভেষজ আবির বানানো হচ্ছে। এই আবির ব্যবহারে চামড়া,চোখ বা শরীরের কোনও ক্ষতি নেই। তাছাড়া এই আবির চোখে বা মুখে চলে গেলেও ক্ষতি নেই। প্রায় চার বছর ধরে তারা এই ভেষজ আবির বানাচ্ছেন। আগের তুলনায় এবার বেশি পরিমাণে আবির বানাচ্ছেন। যদিও করোনা কালে আবিরের চাহিদা ছিল না বললেই চলে। তবে এবছর বেশ কিছু অর্ডারও পেয়ে গিয়েছেন মহিলারা।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *