নিউজডেস্কঃ
শনিবার মাঝ রাতে প্রাথমিক বিদ্যালয় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্হানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের আব্রাহাম নগর কলোনি প্রাথমিক বিদ্যালয়ের দরজা খোলা অবস্থায় দেখতে পায় এলাকার বাসিন্দারা। খবর জানাজানি হতেই এলাকার মানুষ ভির জমাতে শুরু করে। খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। স্কুলের এক শিক্ষিকা জানিয়েছেন, শনিবার বিদ্যালয় ছুটির পর সবাই বাড়ি চলে যান।
আজ সকালে স্হানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্কুলে ছুটে আসে দেখেন স্কুলের পাঁচটি সিলিং ফ্যান, জলের মটর ও মিড ডে মিলের রান্না করার সমস্ত সামগ্রী চুরি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য, মিড ডে মিলের সব জিনিস চুরি গেছে। আগামী দিন থেকে বাচ্চাদের কি ভাবে মিডডে মিল দেওয়া হবে বুঝতে পারছি না। তাছাড়াও মটরটাও বাদ যায় নি। বিশুদ্ধ জলের জোগান কোথায় থেকে হবে? এছাড়াও গরম পরতে আর সময় বাকি নেই। তার আগে স্কুলের সকল ফ্যান চুরি গেলো। কে বা কারা চুরি করেছে জানা নেই। পুলিশকে সব কিছু জানানো হয়েছে। আশা করছি পুলিশ খুব দ্রুত চুরির ঘটনার কিনারা করবে।
আরও পড়ুন:
- (no title)
- (no title)
- Archery World Cup| তীরন্দাজ বিশ্বকাপের প্রথম পর্যায়ে ৫ টি সোনা ভারতীয় খেলোয়াড়দের।
- ‘টাকাও যাবে, জেলেও যাবে’আদালতের নির্দেশের পরেও পদত্যাগ করেনি যারা- জানালেন জাস্টিস বসু
- ‘২০২৩ সালের পঞ্চায়েত ভোট শাসক দলের কাছে সহজ হবে না’- আনাওয়ারুল হক