নিউজডেস্ক: ইসলামপুর থানার কমলা গাঁও সুজালী গ্রাম পঞ্চায়েতের হাজী মোরে জেলা পুলিশ ও ইসলামপুর থানার উদ্যোগে নাকা চেকিং চলছে আজ। এই রুটিন সারপ্রাইজ নাকা চেকিং এ উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বিশপ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল, ইসলামপুর থানার আইসি শমিক চট্টোপাধ্যায় সহ বিভিন্ন আধিকারিকরা । জেলা পুলিশ সুপার বিশপ সরকার বলেন, এটি রুটিন নাকাচেকিং । তিনি বলেন নিয়মিতই ইসলামপুর পুলিশ জেলার কোনো না কোনো স্থানে এই রুটিন চেকিং হয়।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *