আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যজুড়ে শুরু হতে চলেছে  মাধ্যমিক পরীক্ষা,২০২৩। এবছর রাজ্যজুড়ে পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন যা গতবারের তুলনায় ৪লক্ষ কম। সকাল ১১টা ৪৫ মিনিটে পরীক্ষার্থীরা হাতে পেয়ে যাবে প্রশ্নপত্র। ১৫ মিনিট প্রশ্নপত্র দেখার পর বেলা ১২টা থেকে লেখা শুরু করবে তারা। দুপুর ৩টে পর্যন্ত চলবে পরীক্ষা।

 মাধ্যমিকের ২৮৬৭টি পরীক্ষাকেন্দ্রের প্রতিটিতেই  আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রথমবার প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি নজরদারি, কেন্দ্রের ভিতরে পুলিশি প্রহরা, কেন্দ্রীয়ভাবে সব পরীক্ষাকেন্দ্রে নজরদারি চালাতে নয়া অ্যাপ-থাকছে এরকমই নানা ব্যবস্থা। কোনওভাবেই পরীক্ষা শুরুর আগে বা পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের কোনও ছবি পরীক্ষাকেন্দ্রের না বেরিয়ে আসে, তা নিশ্চিত করতে একাধিক সতর্কতা অবলম্বন করা হয়েছে। 

মোবাইল থাকবে শুধুমাত্র সেন্টার সেক্রেটারি, অফিসার ইনচার্জ, ভেন্যু সুপারভাইজার এবং অতিরিক্ত ভেন্যু সুপারভাইজারদের কাছে। বাকি সকল শিক্ষক ও কর্মীদের মোবাইল বা স্মার্ট ঘড়ি নিয়ে প্রবেশ নিষিদ্ধ। 

 প্রশ্নপত্র কাস্টোডিয়ানদের কাছ থেকে পরীক্ষাকেন্দ্রগুলিতে পৌঁছনো শুরু হয়ে যাবে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে। সেই প্রশ্নপত্রের প্যাকেট খোলার সময় থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কাউকেই পরীক্ষাকেন্দ্র ছেড়ে বেরোনোর অনুমতি দেওয়া হবে না। নকল রুখতে পরীক্ষাকেন্দ্রে জারি থাকবে ১৪৪ ধারা। ৫০০ মিটারের মধ্যে জেরক্সের দোকানগুলিও বন্ধ থাকবে। অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রের ভিতরে প্রবেশ নিষিদ্ধ।

পরীক্ষার্থীদেরও মেনে চলতে হবে একাধিক বিধিনিষেধ। তারা মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর, ক্যামেরার মতো বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে না। লেখার জন্য কোনও দাগ না থাকা ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে ঢোকার অনুমতি রয়েছে। পরীক্ষা শুরুর ১ ঘণ্টা ১৫ মিনিট পরই মিলবে শৌচালয়ে যাওয়ার অনুমতি। কেউ ১ ঘণ্টা ১৫ মিনিট পর নিজের উত্তরপত্র জমা দিয়ে পরীক্ষাকেন্দ্র ছেড়ে বেরিয়ে যেতে চাইলে উত্তরপত্রের সঙ্গে জমা নেওয়া হবে পরীক্ষার্থীর প্রশ্নপত্রটিও। পরীক্ষা শেষের পরে পরীক্ষার্থী চাইলে ইনভিজিলেটরের থেকে তা সংগ্রহ করতে পারবে।

মধ্যশিক্ষা পর্ষদের কন্ট্রোল রুম চালু রয়েছে গত ১৬ ফেব্রুয়ারি থেকে। কন্ট্রোল রুমের নম্বরগুলি হল, ০৩৩২৩২১৩৮২৭ ও ০৩৩২৩৫৯২২৭৪। আজ সকাল সাড়ে ৭টা থেকে চালু হয়ে যাচ্ছে রাজ্যস্তরের কন্ট্রোল রুমও। ৭৯০৮৫০১০০৮-এই নম্বরটিতে ফোনের পাশাপাশি হোয়াটসঅ্যাপও করা যাবে। চালু থাকবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। পরীক্ষা সংক্রান্ত যে কোনও সমস্যা বা অসুবিধায় পড়লে এই নম্বরগুলিতে ফোন করতে পারবেন স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে পরীক্ষার্থী, অভিভাবক সকলেই। 

আজ থেকেই শুরু হচ্ছে মাদ্রাসা পরীক্ষাও। হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭৫ হাজার। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৮১ হাজার। এবছর প্রায় ৬ হাজার পরীক্ষার্থী কমেছে। এবার মোট ২০৪টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষা শুরু হবে বেলা ১২টায়, শেষ হবে দুপুর তিনটেয়। পরীক্ষার্থীদের ১১টা ৪৫-এর মধ্যে পৌঁছতে বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *