ওয়েবডেস্ক : এন আর জি এস প্রকল্পে গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ওঠা ১০ কোটি টাকা দুর্নীতির তদন্তে আসা জেলা শাসকের বিশেষ তদন্তকারী দলের সামনে পঞ্চায়েত মেম্বারকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা ।
হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তৃণমূল পরিচালিত তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান,পঞ্চায়েত সদস্য ও এন আর জি এস প্রকল্পে যুক্ত পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে ১০ কোটি টাকা তছরূপের অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন কাহাট্টা-বসতপুর এলাকার এক তৃণমূল কর্মী মিঠুন চন্দ্র দাস।
হাইকোর্টের নির্দেশ মেনেই মঙ্গলবার থেকে দুর্নীতির তদন্তে নেমেছে তদন্তকারী দল।আজ তদন্তের দ্বিতীয় দিন।যে সমস্ত স্কীমে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই সব স্কীম সরেজমিনে খতিয়ে দেখেন তদন্তকারীরা। খুঁটিয়ে দেখা হয় নথিপত্র। আজ পারো বুথে তদন্তকারী দল সরেজমিন খতিয়ে দেখতে গেলে স্থানীয় মেম্বারকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
অভিযোগকারী মিঠুন চন্দ্র দাস জানান,১০০ দিন প্রকল্পে কাজ না করে ভুয়ো মাস্টার রোল বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান শকুন্তলা সিংহ,পঞ্চায়েত সদস্য ও এন আর জি এস প্রকল্পে দায়িত্বে থাকা পঞ্চায়েত কর্মীরাও। ১০২৫ টি এন আর জি এস প্রকল্পের স্কীমে দুর্নীতির অভিযোগ কলকাতা হাইকোর্ট ও রাষ্ট্রপতি ভবনে অভিযোগ দায়ের করেছেন।