নিউজডেস্ক: গৃহবধূর রহস্য জনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের মিলনপাড়া এলাকায়। মৃত গৃহবধূর নাম ফুলতা বর্মন। স্বামী সুমিত বিশ্বাস ওরফে সান্টুকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে সুমিত ও তার স্ত্রীর মাঝে ঝামেলা হয়। তারপর হঠাৎ করেই জানা যায় সুমিত বিশ্বাসের স্ত্রী মারা গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নিত্য দিন গন্ডগোল লেগেই থাকে তাদের। সুমিতের প্রথম বউ থাকতেও দ্বিতীয় বউ নিয়ে আসে। আগের বউ এখানে থাকে না। গতরাতে সুমিত ওর দ্বিতীয় বউকে হত্যা করেছে বলে দাবি করছে স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, সুমিতের বউ নিজের ঘরে গলায় ফাঁসি দিলে ডেডবডি ছোটো ফরেস্টের কাছে এক অসম্পূর্ণ বাথরুম থেকে কি ভাবে পাওয়া যায়?
সুমিত বিশ্বাস সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, তার স্ত্রীর সাথে টাকা পয়সা নিয়ে ঝামেলা হচ্ছিল। পরে রাতে স্ত্রী গলায় ফাঁসি দেয়। যদিও তার গলায় আঁচড়ের চিহ্ন দেখে সাংবাদিকরা প্রশ্ন করলে বলে, এক অন্য পুরুষের সাথে বউ কথা বলছিল। সেটা পছন্দ না হওয়ায় বউকে থাপ্পড় মারলে বউ তার গলায় আঁচড় কাটে।
স্থানীয় (কাউন্সিলর) পৌরসভার কোওর্ডিনেটর পুস্পা মজুমদার বলেন, স্থানীয় বাসিন্দাদের থেকে শুনেছি ছেলেটির বউ মারা গেছে । বিষয়টি রহস্য জনক। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়েগেছে। ছেলেটিকেও আটক করা হয়েছে। আশা করি পুলিশ তদন্ত করে পুরো বিষয়ট জট খুলবে।