নিউজডেস্ক: কোনো কলেজের অধ্যক্ষাককে সেই কলেজের ছাত্র যে গায়ে আগুন লাগিয়ে দিতে পারে সেটা হয়তো কেউ কখনো কল্পনাতে ভাবতে পারবে না। কিন্তু এমনটাই ঘটলো।মধ্যপ্রদেশের(Madhya Pradesh)

এক কলেজে মার্কশিট দিতে দেরি করায় অধ্যক্ষার গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল কলেজেরই এক প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় শিক্ষিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে জেরাও করছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম আশুতোষ শ্রীবাস্তব। উজ্জয়নের বাসিন্দা। মধ্যপ্রদেশের ইন্দোরের বিএম ফার্মেসি কলেজের প্রাক্তন ছাত্র।

সোমবার ওই কলেজের অধ্যক্ষা বিমুক্তা শর্মার উপর হামলা চালায় সে। এদিন নির্দিষ্ট সময়ে কলেজ থেকে বেরিয়ে বাড়ি যাবেন বলে নিজের গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন বিমুক্তা। সেই সময় রাস্তা আটকে দাঁড়ায় আশুতোষ। শুরু হয় বচসা। এরপরে আচমকা অধ্যক্ষার গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় ছাত্রটি।পুলিশ জানিয়েছে, গুরুতর আহত হয়েছেন ৫৪ বছরের অধ্যক্ষা। তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। ঘটনা ঘটানোর পর ছাত্রটি তিনচা জলপ্রপাতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করার সময় তাঁকে উদ্ধার করে গ্রেপ্তার করে পুলিশ।জেরায় আশুতোষ জানিয়েছে, সপ্তম এবং অষ্টম সেমিস্টারের ফল প্রকাশিত হয়েছে ২০২২ সালের জুলাই মাসে।কিন্তু এখনো মার্কশীট দেয়নি অধক্ষা। রাগের বশেই এই কাজ ঘটিয়েছে সে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *