নিউজডেস্ক: মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিওর-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ তালসুর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমনির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ বিডিওর কাছে জমা করলেন গ্রামবাসীরা। এলাকাবাসীর অভিযোগ, অঙ্গনওয়াড়ি দিদিমনি সাইনুর খাতুন সেন্টারের বাচ্চাদের খাবার দেয় না। খাবার চাইতে গেলে তাদের সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করা হয়।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোন পরিষেবায় পায় না সেখানে পাঠরত শিশুরা।হয় না পড়াশোনা। দেওয়া হয় না তাদের খাবার। উল্টে খাওয়ার চাইতে গেলে তাড়িয়ে দেওয়া হয় শিশুদের। সমগ্র ঘটনা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ অভিভাবকরা। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিজয় গিরির কাছে এই মর্মে তারা লিখিত অভিযোগ দায়ের করেছে। তাদের আরো অভিযোগ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য বিভিন্ন খাতে সরকারের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করছেন ঐ শিক্ষিকা। দ্রুত ঐ দিদিমনির বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের দাবি করে অভিভাবকেরা। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দিদিমনি সাইনুর খাতুন। তার দাবি তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষার কাজে ওই এলাকায় যুক্ত ছিলেন। তাই আবাস যোজনার তালিকা থেকে যাদের নাম বাদ গেছে তারা চক্রান্ত করে বিক্ষোভ দেখাচ্ছে। এদিকে সমগ্র ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।