নিউজডেস্ক: ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের মতো ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন শাসকদলের কাছে অত সহজ হবে না – CPIM চোপড়া(Chopra) ১ নং এরিয়া কমিটির কর্মীসভায় বললেন পার্টির জেলা সম্পাদক আনুয়ারুল হক।
সোমবার চোপড়া CPIM পার্টি অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মীসভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদকমন্ডলী সদস্য তথা সিআইটিইউ নেতা স্বপন গুহ নিয়োগী, ১ নং এরিয়া কমিটির সম্পাদক কার্তিক শীল, কৃষক সভার ব্লক সম্পাদক বিষ্ণুপদ দাস, বর্ষীয়ান সিপিএম নেতা পরিতোষ রায় সহ ৮৯ জন পার্টি সদস্য।

DA আন্দোলন


আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলা সহ চোপড়া ব্লকের বিভিন্ন স্থানে কর্মীসভা করছে সিপিআইএম।
চোপড়ার সব পঞ্চায়েতে সবটাই চুরি, সব চাকরীর নিয়োগে দূর্নীতিতে ধিরে ধিরে জেলে ভীড় বাড়ছে তৃণমূল নেতা ও আধিকারীকদের। এই চাকরি চুরিতেও চোপড়ার স্পষ্ট যোগ রয়েছে। চোপড়ার বহু স্কুলে এনজিও দ্বারা শিক্ষক নিয়োগ দূর্নীতি,সর্বস্তরে কাটমানি, চা বাগান ধ্বংস, বালি মাফিয়া, জমি চুরি সহ বিভিন্ন ইস্যুতে এই সভায় তৃণমূলের তীব্র আলোচনা করেন সিপিএমের জেলা সম্পাদক আনিয়ারুল হক।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *