নিউজডেস্কঃ সাইকেলের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ। রক্ত ঝড়লো বাইক চালকের।ঘটনাটি ঘটেছে চাঁচল আশাপুর রাজ্য সড়কে কলিগ্রাম মোড়ে।আহত বাইক চালক আনসার আলী,বাড়ি চাঁচলের শান্তিমোড় এলাকায়। সাইকেল আরোহীর নাম সাগর আলী,বাড়ি দুলিয়াবাড়ী গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,চাঁচল থেকে
আশাপুরের দিকে আসার পথে বাইক চালকের সাথে সাইকেল চালকের মুখোমুখি সংঘর্ষ হয়।ছিটকে রাস্তায় পরে যায় দুজনেই।দুজনকেই উদ্ধার করে স্থানীয়রা।সাইকেল চালক সামান্য জখম হলেও বাইকে চালকের মাথায় ও হাতে আঘাত লাগে।স্থানীয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করানো হয়।এক প্রত্যক্ষদর্শী নুর আলম জানিয়েছেন,বাইখ চালকের মাথায় হেলমেট ছিলনা।হেলমেট থাকলে আঘাত থেকে রক্ষা পেতেন তিনি।