নিউজডেস্ক: ট্রাক্টরের চাকায় পিষ্ট এক বাইক চালকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় । ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ নং ব্লকের অন্তর্গত পখরিয়া গ্রাম পঞ্চায়েতের ঈদগাঁ চক এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওভারটেক করতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ।
এই দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পরতেই এলাকার লোকজন ওখানে ভিড় করে। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। গোয়ালপোখর ও পাঞ্জিপারা পুলিশ ফাঁড়ির আধিকারিকরা খবর পেয়ে ছুটে আসে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠিয়েছে । ট্রাক্টর আটক করে তদন্ত নেমেছে পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ি ও গোয়ালপোখর থানার পুলিশ । দুর্ঘটনার জন্য সাময়িক যানজট সৃষ্টি হয় ।