বাঁশ নিয়ে তাড়া করলো ছাত্ররা। তাড়া করলো খোদ শিক্ষকদের। অভাবনীয় হলেও সত্যি। এমনটাই ঠিক ঘটেছে মালদার সম্বলপুর হাইস্কুলে। ছাত্র শিক্ষক সংঘর্ষ ও খন্ড যুদ্ধে আহত দুই শিক্ষক, তিন ছাত্র। মালদার সম্বলপুর এই ঘটনায় পুখুরিয়া থানা এলাকায় সম্বলপুর জুড়ে তীব্র উত্তেজনা।
মাধ্যমিকের ছাত্রদের ফেয়ারওয়েল দেওয়ার জন্যে শিক্ষকরা ৪০০ টাকা করে চাঁদা তোলে ছাত্রদের কাছ থেকে।পরে জানা যায় আর ফেয়ারওয়েল হবে না। এই অভিযোগে বিক্ষোভে নামে ছাত্র ছাত্রীরা। পরে রাজ্য সড়ক অবরোধ করে। উত্তেজনা বাড়তে বাঁশের লাঠি নিয়ে দলে দলে নামে ছাত্ররা । এরপর শিক্ষক এবং স্থানীয় কিছু বাসিন্দার সাথে সংঘর্ষ বেঁধে যায়।