নিউজডেস্কঃ রক্ষকই কেমন ভক্ষক হয়ে গেলো। আজ মালদহের চাঁচল থানার দড়িয়া পুর এলাকায় এক সিভিক পুলিশ কম দামে মাছ না পেয়ে মৎস্য ব্যবসায়ীরই আঁশ বটি দিয়ে কোপালেন তাকে। গুরুতর জখম অবস্থায় ইমামপুরের বাসিন্দা সেই মৎসব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঐ মৎস্য ব্যবসায়ীর পরিবার।
পরিবারের দাবি
মৎস বিক্রেতার ছেলে কৃষ্ণ দাস এদিন বলেন, আমার বাবা আনন্দ দাস (৬০) দরিয়াপুর বাজারে মাছের দোকান দেন। আজ হঠাৎই চাঁচল থানার একজন সিভিক ভলেন্টিয়ার নাম কৃষ্ণ মালো আমার বাবার কাছ থেকে জোরজবরদস্তি করে কম দামে মাছ কিনতে চায়। এর পর আমার বাবা সেই সিভিককে মাছ বিক্রি করতে না চাইলে হঠাৎই আঁশ বটি নিয়ে তেড়ে এসে বাবার কপালে সজোরে আঘাত করে। সেখানে রক্তাক্ত অবস্থাই আমার বাবা লুটিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় বাবাকে চাঁচোল হাসপাতালে নিয়ে আসি বাবা সেখানেই চিকিৎসাধীন। এখনো পর্যন্ত বাবার কিন্তু জ্ঞান ফেরেনি। এরপর এই নিয়ে ঐ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তের উপযুক্ত শাস্তি চাই। যদিও এ বিষয়ে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার কৃষ্ণ মালো সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে কোন প্রতিক্রিয়া দেননি। চাঁচল থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েছি , তদন্ত শুরু হয়েছে।