বামফ্রন্টের সমস্ত ট্রেড ইউনিয়ানের ডাকে আগামী ৯ই জুলাই ধর্মঘট সমর্থনে ইসলামপুর শহরে মিছিল হয় আজ ।সোমবার বিকালে ইসলামপুর বাসস্ট্যান্ড থেকে এই মিছিল শহরের রাজ পথ হয়ে গোটা ইসলামপুর শহর পরিক্রমা করে ।কেন্দ্রীয় সরকারে নতুন শ্রম আইন বাতিল,স্মার্ট মিটার বাতিল, সমেত একাধিক ইস্যু নিয়ে বিজেপি তৃনমুল বাদ দিয়ে সর্বভারতীয় সমস্ত ট্রেড ইউনিয়ন গুলি ৯ ই জুলাই ভারত বনধের ডাক দিয়েছে।এই বনধের সমর্থনে আজকে ইসলামপুরে মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানান সিপিআইএমের জেলা কমেটির সদস্য বিকাশ দসস।এছাড়ও উপস্থিত ছিলেন সিপিআইমের ১ নং এড়িয়া কমিটির সম্পাদক আব্দুল করিম,সিটু জেলা সম্পাদক স্বপন গুহনিয়োগী,সিপিআই এর জেলা সহসভাপতি পবন যাদব।এছারাও ইসলামপুর জেলা নির্মান কমিটির সভাপতি কমরুল হক সহ অনান্য নেতৃত্ব গন। এদিনের মিছিলে বিভিন্ন ট্রেড ইউনিয়ানের নেতূত্ব, সমর্থক, কর্মী ও দলীয় নেতৃত্ব, কর্মী, সমর্থকেরা পা মেলান।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *