ওয়েবডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত আটটি বসত বাড়ি। আজ সোমবার মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর গ্রামে।সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছেন আটটি পরিবার।ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ্মী শর্মা,অনিল শর্মা,অদোকা শর্মা,সঞ্জয় শর্মা,বানো শর্মা,ঘৌরি শর্মা,পদিনা শর্মা ও দুলিয়া শর্মা।

অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত বলে অনুমান স্থানীয়দের।তবে আগুনে হতাহতের কোন খবর পাওয়া না গেলেও বাড়িতে থাকা মজুত শস্য,কাপড়চোপড়,আসবাবপত্র,টাকা পয়সা পুড়ে ছাই হয়ে গেছে।

আসে দয়মকলের ১টি ইঞ্জিন

আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে প্রথম দিকে আগুন নেভানোর চেষ্টা করেন।এরপর ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে।পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।

বৈদ্যুতিক খুঁটিগুলিতে জট পাকানো অবস্থায় রয়েছে তার

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সূত্রে জানা যায়,গ্রামের বৈদ্যুতিক খুঁটি গুলিতে জট পাকানো অবস্থায় রয়েছে ইলেকট্রিক তার।বিপদসংকুল অবস্থায় বাড়ির উপরে ঝুলে রয়েছে সেই বৈদ্যুতিক তার গুলি।বিদ্যুৎ দপ্তরকে বারবার অভিযোগ জানিও হয়নি কোন সমাধান।এই দিনমজুরদের বাড়িগুলি পুড়ে ছাই হয়ে যাওয়ার পিছনে ইলেকট্রিক দপ্তরের গাফিলতিকে পুরোপুরিভাবে দায়ী করেছেন স্থানীয়রা।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *