নিউজডেস্ক: করনদিঘি থানার রসাখোয়ার ২ নং গ্ৰাম পঞ্চায়েতের দেলুয়াখাড়ি গ্রামে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল ৬টি বসত বাড়ী । বুধবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে করনদিঘি থানার রায়গঞ্জ ব্লকের সীমান্ত এলাকায়। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় করণদিঘী থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে আগুনে। আগুন লাগার খবর পেয়ে প্রায় দেড়ঘন্টা পরে ঘটনাস্থলে পৌছায় দমকল ইঞ্জিন। দমকল ইঞ্জিনের চেষ্টায় আরো ঘন্টাখানেক পর আগুন নিয়ন্ত্রনে আসে।
স্থানীয় বাসিন্দা আরাকিব হোসেন বলেন গ্রামের অধিকাংশ মানুষ ভুট্টা তোলার জন্য মাঠে কাজ করছিল। বিদ্যুৎ শট সার্কিট থেকে খরের গাঁদায় প্রথমে আগুন লাগে। সেখান থেকে একের পর এক বাড়ি আগুনের কবলে চলে আসে। গ্রামের বাসিন্দা মাঠ থেকে ফিরে আসার আগেই ৬ টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়, প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় , প্রশাসন কাছে সাহায্য আবেদন জানিয়েছেন আগুনে পুড়ে যাওয়া পরিবারের লোকজন।