পুরোনো আক্রোশ মেটাতে ৫৮ বছর বয়সি এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল ১৬ বছরের কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি মধ্যপ্রদেশের রেওয়া জেলার। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের জেরায় নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে কিশোর।
পুরোনো আক্রোশের জেরে খুন
পুলিশ সূত্রে খবর, নিহত মহিলার প্রতিবেশী ওই কিশোর। তাঁদের বাড়িতে সে প্রায়ই টিভি দেখতে যেত। এক বার বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়ে যায়। চুরির ঘটনায় কিশোরের দিকেই আঙুল তোলেন পরিবারের সদস্যরা। তার পর থেকেই ওই বাড়ির সঙ্গে কিশোরের সম্পর্ক তিক্ত। তখন থেকেই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে সে।
ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে
দু’বছর পর সুযোগ পেয়ে ফাঁকা বাড়িতে ঢোকে অভিযুক্ত। মহিলার মুখে প্লাস্টিকের ব্যাগ এবং কাপড় গুঁজে, তাঁর হাত, পা বেঁধে সে নিয়ে যায় নির্জন এলাকায়। ধারালো অস্ত্র দিয়ে মহিলাকে আক্রমণ করে কিশোর। তিনি নিস্তেজ হয়ে পড়লে তাঁকে ধর্ষণ করা হয় বলে অনুমান পুলিশের। এছাড়াও অভিযুক্ত কিশোর ওই মহিলার বাড়ি থেকে হাজার টাকা নগদ এবং কিছু গয়নাও হাতিয়ে নিয়েছিল বলে অভিযোগ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ