নিউজডেস্ক:

পিক আপ ভ্যানে করে রেশমগুটি কালিয়াচকে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন ৫জন রেশম চাষি।নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি পাল্টি খেয়ে উঁচু রাস্তা থেকে নীচে গড়িয়ে পড়ে। চাঁচল থানার বীরস্থলীতে ৮১ নং জাতীয় সড়কে শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে। জানা গেছে, ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৫জন রেশম চাষি সহ পিকআপ ভ্যানের চালক।স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে চাঁচলের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করে।

১জনকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থানান্তর করা হয়েছে। ২জন চাঁচলের সুপার স্পেশ্যালিটি চিকিৎসাধীন রয়েছেন।আর একজনের হাত ভেঙে গেছে। চিকিৎসার জন্য পরিবারের সহযোগিতায় তাকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রেশম চাষিরা দেবীগঞ্জের বাসিন্দা।পিকআপ ভ্যান ভাড়া করে রেশম গুটি বোঝাই বস্তা সহ এইদিন ভোর রাতে কালিয়াচকে বিক্রি করার জন্য যাচ্ছিলেন।নিয়ন্ত্রণ হারিয়ে যানটি আচমকা পাল্টি খেয়ে উঁচু ওই রাস্তার নীচে গড়িয়ে পড়ে। ওই যানটিতে বেশ কয়েকজন জন প্রায় ৯জন রেশম চাষি ছিলেন। রেশম গুটি বোঝাই বস্তা ছিল ২৫টি। দুর্ঘটনায় ৫জন গুরুতর জখম হন। পিকআপ ভ্যানে থাকা বাকিরাও আহত হয়েছেন। দুর্ঘটনায় ওই যানে থাকা রেশম গুটিরও ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ কয়ে লক্ষ টাকা।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *