উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনা গজ এলাকায় একটি মাটির ড্রেন করার সময় কয়েকটি বাচ্চা চাপা পড়ে যায়। পুলিশ ও বিএসএফ এর সহযোগিতায় বাচ্চা গুলি উদ্ধার করে ইসলামপুর মহুকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক চারজনকে মৃত বলে ঘোষনা করে ।
বি এস এফ এর অধিনস্ত নো ম্যানস ল্যান্ড এ সিপিডব্লুডির রাস্তার পাসে মাটি খুড়ে ড্রেন করা হয়। এবছর তা আরো গভীর করে করা হয়েছে কয়দিন আগে।আজ এলাকার বাচ্চারা খেলার জন্য সেই এলাকায় যায়। হঠাৎ করে ড্রেনের মাটি ধসে পড়ে সেই মাটিতেই পড়ে মৃত্যু হল চার শিশুর। মৃত শিশুর বয়স ৬ থেকে ১৪ বছর। গোটা এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্য দেখা দিয়েছে