শনিবার উওর দিনাজপুর জেলার করণদিঘীর রাহুল মঞ্চে অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর (AIKKMS) সংগঠনের দ্বিতীয় জেলা সম্বেলন অনুষ্ঠিত হলো। আজ সন্মেলন শুরুর আগে কয়েকশো কৃষক, ক্ষেতমজুর মিছিল করে রাহুল মঞ্চে উপস্থিত হয়। রাসায়ানিক সারের কালোবাজারি বন্ধ ,ফসলের ন্যায্য মূল্য, কৃষক বাজারে সঠিক সরকারি মূল্য ধান কেনা সহ বিভিন্ন দাবি নিয়ে অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের দ্বিতীয় জেলা সম্বেলন শুরু হয়। এই সন্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের রাজ্য সম্পাদক গোপাল রায়।

গোপাল রায় এদিন বলেন, কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের মিলিত যোগসাজশে আজ কৃষকদের অবস্থা শোচনীয়। সারের দাম উত্তরোত্তর বেড়েই চলেছে। ফসলের সঠিক মূল্য পাওয়া যাচ্ছে না। ক্ষেতমজুর দের দৈনিক পারিশ্রমিক কম। ১০০ দিনের কাজ নেই। ফলে নিত্য দিন কাজের অভাবে আর্থিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে ক্ষেতমজুর, দিনমজুরদের। এই রকম পরিস্থিতি চলতে পারে না।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *