১২ চাকায় লরি পিষ্ঠ ২ নাবালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, হাপ্তিয়াগছ গ্রাম পঞ্চায়েতের বিন্নাবাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ধ্যায় আড্ডা দিচ্ছিল স্থানীয় বেশ কয়েকজন কিশোর। হঠাৎ করেই একটি ১২ চাকার লরি বিদ্যালয়ের মাঠে ঘোরানোর জন্য নিয়ে যায় স্থানীয় এক ড্রাইভার। গাড়িটি ঘোরানোর জন্য ব্যাকে নিতেই ঘটে দূর্ঘটনা। স্থানীয় বাসিন্দারা জানান কোনো ধরনের হর্ণ না বাজিয়ে হঠাৎ করেই গাড়িটি দ্রুত গতিতে পেছনের দিকে ধেয়ে আসতে দেখে ছেলেরা পালানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে ২ জন চাকায় পিষ্ঠ হয়ে যায়। পরিবারের লোকজনদের অভিযোগ এত বড় রাস্তা এবং অনেক খালি জায়গা থাকা সত্ত্বেও কেন স্কুল মাঠে গাড়ি রাখবে। আজ এই ড্রাইভারের ভুলের জন্য দুটি তরতাজা প্রাণ চলে গেল। আমরা ওই ড্রাইভার এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেন অদূর ভবিষ্যতে আর এই ধরনের কোন দুর্ঘটনা না ঘটে। ঘটনার কথা শোনা মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। তারা দেহ দুটিকে উদ্ধার করে চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করলে, দেহ দুটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করছে চোপড়া থানার পুলিশ।