বাংলাদেশের উত্তাল পরিস্থিতির কারণে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থল বন্দর দিয়ে বৈদেশিক বাণিজ্যও বন্ধ হয়ে রয়েছে।যার জেরে বাংলাদেশের ভিতরে আটকে পড়েছিলেন ৩৪ জন ভারতীয় ট্রাক চালক।সোমবার তাদের মধ্যে ১৮ জন চালক দেশে ফিরলেন।তবে তারা নিজেদের দেশে ফিরতে পারলেও তাদের ট্রাকগুলি পণ্য বোঝাই অবস্থাতেই বাংলাদেশের বুড়িমারি স্থল বন্দরে আটকে রয়েছে।জানা গিয়েছে,বাংলাদেশের উত্তাল অবস্থার কারণে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিসেবা।যার দরুণ ভারত থেকে আমদানিকৃত পণ্যের বিভিন্ন নথিপত্র সংক্রান্ত কাজ করা সম্ভব হচ্ছেনা।এই কারণেই ভারতীয় ট্রাকগুলি আটকে পড়েছে।এদিন চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আটকে পড়া ট্রাক কর্মীরা দেশে ফিরতে পেরে দারুণ খুশি।বাংলাদেশে আটকে পড়া পবন সিং,আব্দুল মালেক প্রমুখ ট্রাক চালক বলেন,বাংলাদেশের ভিতরে আটকে পড়ায় দারুণ আতঙ্কের মধ্যে ছিলাম।হোটেল বাজার সব বন্ধ থাকায় দুবেলা ঠিকমতো খেতেও পারিনি।অবশেষে দেশে ফিরতে পেরে খুবই ভাল লাগছে।”এদিন ট্রাক চালকরা দেশে ফেরার সময় চ্যাংরাবান্ধা চেকপোস্টে কাস্টমস সুপারিনটেন্ডন্ট নবনীত কুমার,বিএসএফ,পুলিশ কর্তারা ছাড়াও চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মনোজ কানু,সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক তাপস দাশগুপ্ত প্রমুখ হাজির ছিলেন।মনোজ বাবু বলেন,বর্তমানে বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে রয়েছে।কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেটা বুঝতে পারছিনা।”
তাপসবাবু বলেন,”বানিজ্য বন্ধ থাকায় সমস্যা হচ্ছে।বাংলাদেশের ভিতরে আটকে থাকা ১৮ জন ট্রাক চালককে এদিন ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।”
।পাশাপাশি এদিন চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে ১৩ জন পড়ুয়া ভারতে আসেন।তাদের মধ্যে একজন ভারতরে এবং বাকি ১২ জন নেপালের বাসিন্দা।তারা বাংলাদেশের ঢাকার সমভিটা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পড়ুয়া। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানিয়েছেন,সোমবার চ্যাংরাবান্ধা দিয়ে ১৩ জন পড়ুয়া ভারতে এসেছেন।তাদের জন্য পুলিশের তরফে সবরকম ব্যবস্থা ছিল।
ভারতে প্রবেশের পর ঠিক কি বলেছেন আটকে পড়া দুই ট্রাক চালক আব্দুল মালেক এবং পবন সিং?কি বলেছেন চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মনোজ কানু এবং সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক তাপস দাসগুপ্ত?শুনুন।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *