নিউজডেস্ক: গোয়ালপোখরের পাঞ্জিপাড়া প্রধান মহম্মদ রাহি খুনের ঘটনায় গ্রেফতার আরও এক দুষ্কৃতী। বিহারের আরা থেকে গ্রেফতার করা হয় তাকে।
উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর গোয়ালপোখরের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ রাহিকে দুষ্কৃতীরা তাড়া করে গুলি করে খুন করে। এই ঘটনায় উত্তাল হয়ে উঠে এলাকা। এরপর পুলিশ তদন্তে নেমে এক সুটার সহ মোট চারজনকে গ্রেফতার করে । এরপর শুক্রবার এই ঘটনায় আরা থেকে আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম বিকাশ চৌধুরী। শুক্রবার বিহারের আরা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় এখনও পযন্ত গ্রেফতারের সংখ্যা গিয়ে দাঁড়াল পাঁচ। পুলিশ শনিবার অভিযুক্তকে ১৪ দিনের পুলিশি হেফাজতের আর্জি জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে তোলে। এই ঘটনার মাস্টার মাইন্ড মহম্মদ মোস্তাফা এখনও ফেরার রয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।