রাজ্যে সক্রিয় রয়েছে জলীয়বাস্প পূর্ন মৌসুমি বাতাস অপর দিকে সেই সঙ্গে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে।এর প্রভাবেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। রয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতাও।অন্যদিকে উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত ঝড়বৃষ্টি নিয়ে কোনও আগাম পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট বাড়বে বেশকিছু জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। এছাড়া, বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এবং বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।