
রবি আড্ডায় স্বর্ণা দাস
১
শোন জোছনা পালকের আহত যুবক
তোমাকে বাতাসের বাইডেন দেবো
আর দেবো নাভীর ময়ূরাক্ষী
তোমাকে বিষন্নতা দেবো পাইন ঝড়ের পরে
কী ওড়াও? গনিত বুঝি, সিঁড়ি জুড়ে পড়ে থাকা মুঠি চাঁদ, ঠোঁটের কমিউন আর কোন অক্টোবর?
২
হে শব্দ, নির্মোহ হও যাপনের অতীত
এসো, ধূ ধূ উর্বরতার নিঃসঙ্গ সন্তান
তোমাকে জানাবো কতটা যৌবন বৎসলা হয় সুর
এবং কতটা সজীব অনু
এমনি ভিতর ভিতর জমে উঠেছে উঁই ও শ্রীখোল মধুমেহ
৩
সচারাচর বৃক্ক শিকারের লোভে নয়নাভিরাম তিলক
এখনো দীক্ষিত হয়নি রাত্রি, ছায়াবট স্রোতের জিরাফ
যে প্রগাঢ় উড়ে যায় শত শত ঝর্ণা আর উট
থেকে থেকে নিজেকে মনে হয় আশ্চর্য বামন