পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল মারপিট চলে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনা স্থলে চোপড়া থানার দাসপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ এসে নিয়ন্ত্রণে নিয়ে আসে ।জানা গেছে শরিফুল এবং আমিরুল ইসলাম উভয় পক্ষের মধ্যে এই জমি বিবাদকে কেন্দ্র করে মারপিট চলে। ফলে উভয় পক্ষের জখম চারজন। তবে আমিরুল ইসলামের বয়স 41অবস্থা আশঙ্কাজনক হয় প্রথমে দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় স্থানীয়দের মদতে। কর্তব্যরত চিকিৎসক তাকে উত্তরবঙ্গ মেডিকেলে স্থানান্তরিত করেন। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলছিল এই জমির বিবাদ। মোট জমির পরিমাণ 30 শতক। চোপড়া পঞ্চায়েত সমিতির সদস্য রিয়াজুল ইসলাম জানিয়েছেন দীর্ঘদিন জমি নিয়ে সভা করা হয়। এতে দেখা যায় যে আমিরুল ইসলামের জমি অরজিনাল। ফলে তাকে সেই জমিতে বাড়ি বানানোর আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন রিয়াজুল ইসলাম। এদিকে আমিরুল ইসলাম বাড়ি বানানোর জন্য বাস নিয়ে গেলেই তার উপরে চড়া হয় শরিফুল ইসলামের লোকজনেরা।। এমনকি তাকে ধারালো ছুরি দিয়েও মারা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। রিয়াজুল ইসলাম আরো জানিয়েছেন যে কাগজপত্র দেখার পর এই সিদ্ধান্ত নেয়া হয় যে আমিরুল ইসলামের জমি সঠিক জমি। তবে তিনি আজকের এই ঘটনা নিয়ে নিন্দা প্রকাশ করেছেন। অন্যদিকে শরিফুল ইসলামের বিরুদ্ধে ডুপ্লিকেট দলিল করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন চোপড়া পঞ্চায়েত সমিতির সদস্য রিয়াজুল ইসলাম। যদিও সমস্ত অভিযোগের পাল্টা বিবৃতি দিয়েছেন শরিফুল ইসলামের মেয়ে লুৎফা বেগম । তবে চোপরা পঞ্চায়েত সমিতির সদস্য রিয়াজুল ইসলাম এলাকায় শান্তি রাখার বার্তা দিয়েছেন। চলুন এক নজরে দেখেনি আজকের এই মারপিট নিয়ে স্থানীয়রা এবং প্রত্যক্ষদর্শীরা কি বললেন।