তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন একাধিক পরিবার, দাবি কংগ্রেস নেতৃত্বের । রবিবার চোপড়া লালবাজার এলাকায় যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক কংগ্রেস সভাপতি মহাম্মদ মশিরুউদ্দিন । কংগ্রেস সূত্রে জানা যায়, ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের দলুয়া বুথের একাধিক পরিবার এদিন শাসক দল তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন । ব্লক কংগ্রেস সভাপতি জানান, এবার প্রশাসনের প্রচেষ্টায় এলাকায় শান্তিপূর্ণভাবে লোকসভা নির্বাচন হয়েছে মানুষ ভোট দিতে পেরেছেন । কংগ্রেসকে ভোট দিয়েছেন সেই সকল পরিবার গুলি এখন তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদান করছেন । এই যোগদান পর্ব চলবে বলে জানিয়েছেন তিনি ।