নিউজডেস্ক: চোপড়া ব্লকে প্রশাসনের উপর চাপ বাড়াচ্ছে বাম কংগ্রেস জোট।বাম কংগ্রেস জোটের আন্দোলন খানিকটা আতঙ্কিত তৃনমূল কংগ্রেসের কর্মীরা
উল্লেখ্য, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেয় নি শাসক দল তৃণমূল কংগ্রেসবলে অভিযোগ।মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে বামকংগ্রেস জোটের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে যাবার সময় তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ।এই হামলার ঘটনায় বেশ কয়েকজন বামকংগ্রেসের প্রার্থীরা গুলিবিদ্ধ হয়। কয়েকদিন পর শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে সিপিএম কর্মি মনসুর আলম নামে এক যুবকের মৃত্যু হয়। তিন সিপিএম কর্মী গুলি বিদ্ধ হয়ে জখম হয়েছিল। এই ঘটনার পর বিরোধী প্রার্থীরা কেউ মনোননয়নপত্র জমা দিতেই পারেন নি। বিনা প্রতিদ্বন্দীতায় শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়েছিলেন।
ব্লক পুলিশ প্রশাসনের মদতে বিরোধীদের মনোয়নপত্র জমা দিতে দেওয়া হয় নি। তৃণমূল কংগ্রেসের এই অত্যাচারের বিরুদ্ধে বামকংগ্রেস জোট ইনসাফ সভার ডাক দেয়।শনিবার বিকেলে চোপড়া ব্লকের দাসপাড়া হাইস্কুল ময়দানে সিপিআইএম ও কংগ্রেসের যৌথ ইনসাফ সভার আয়োজন করা হয়।তাদের কথায় গণতান্ত্রিক দেশে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
বাম কংগ্রেস যৌথ মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয় মৃত মনসুর আলমের অভিযুক্তদের গ্রেপ্তার করা।
সোমবারের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে না পারলে আগামী সোমবার থেকে লাগাতর আন্দোলনে ডাক দেওয়া হয়েছে। কংগ্রেস নেতাদের দাবি দাসপাড়া এবং ঘিরনিগাঁও এলাকায় সর্বচ্চ প্রতিরোধ গড়ে তোলা হবে।বিরোধী দল বামকংগ্রেস জোট প্রার্থীরা জনগণের দ্বারা মনোনীত হয়েছেন। বন্ধ থাকা গ্রাম পঞ্চায়েত দফতরে তালা ভেঙে এই সকল প্রার্থীদের দিয়েই পঞ্চায়েত পরিচালিত করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিনের ইনসাফ সভায় সিপিএমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চোপড়া এরিয়া কমিটির নেতা বিদ্যুৎ তরফদার, কংগ্রেস নেতা অশোক রায় সহ অসংখ্য জোট সমর্থকরা।
বামকংগ্রেস জোটের এধরনের প্রকাশ্য সভার পর খানিকটা আতঙ্কিত শাসক দল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দলীয়ভাবে জোটের নেতাদের উপর বিশেষ নজর রাখছেন। মহ: সহিউদ্দিন নামে এক তৃণমূল কংগ্রেস নেতার দাবি, চোপড়া ব্লকে শান্তি প্রতিষ্ঠার জন্য তারা কাজ করছেন। বিরোধীরা এলাকায় অশান্তি সৃষ্টি করতে চাইলে প্রশাসনিকভাবে তার পদক্ষেপ নেবে। এই ব্লকের অধীনে রয়েছে আটটি গ্রাম পঞ্চায়েত। তারা বেছে দাসপাড়া এবং ঘিরনিগাঁও অঞ্চলেই মাতব্বরি করতে চাইছে। বিরোধী দল যাই করুক তার বিরুদ্ধে তারা কোন মন্তব্য করবেন না বলে মহ: সহিউদ্দিন জানিয়ে দিয়েছেন।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।