নিউজডেস্কঃ জেলা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে চাঁচল কলেজের খোখো টিম। এবার তারা যাচ্ছে রাজ্য ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতায়।যা অনুষ্ঠিত হবে মার্চ মাসে কলকাতায়।তবে দিনক্ষণ এখনো ঠিক হয়নি।

অন্যদিকে, অ্যাথলেটিকসেও জেলায় চাঁচলের চ্যাম্পিয়ন তিনজন খেলোয়াড় রাজ্য স্তরের সুযোগ পেয়েছে বলে জানা গিয়েছে।এরফলে স্বভাবতই খুশি কলেজ কতৃপক্ষ ও এলাকার ক্রীড়া মহল।

কলেজ সূত্রে খবর, চাঁচল কলেজের তিনজন খেলোয়াড় জেলা স্তরে চ্যাম্পিয়ন হয়েছেন।ওই তিনজন খেলোয়াড়ের নাম হল যথাক্রমে রোজি পারভীন (উচ্চ লম্ফন) ও শেখ সাহানাওয়াজ(ডিসকাস),নজরুল ইসলাম (১০০,২০০ ও ৪০০ মিটার দৌড়)।
এছাড়াও খোখো দলের ১২ জন খেলোয়াড় রয়েছে।খোখো দলের ক্যাপ্টেন রয়েছেন রেশমি খাতুন।

এছাড়াও জেলা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে পাকুয়াহাট ডিগ্রী কলেজ দল।তারাও রাজ্যে খেলতে যাওয়ার সুযোগ পাচ্ছে।এবছর ফেব্রুয়ারি মাসে মালদহের মানিকচক কলেজ ময়দানে জেলা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
জেলার সবকটি কলেজ ওই ক্রীড়ায় অংশ নেয়।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *