ডালখোলা ডাকাতির ঘটনায় বড়সড় সাফল্য পেল ডালখোলা থানার পুলিশ। পুলিশ ডাকাতির ঘটনায় মোট আটজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। এদের মধ্যে দুই জনের বাড়ি বিহারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ডালখোলা থানার সাহাসরা গ্রামে দুটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে হেফাজতে নেয় পুলিশ। এরপর বৃহস্পতিবার রাতে আরও ৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে ডালখোলা থানার পুলিশ। অভিযুক্ত ৫ জনকে শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের জন্য আদালতের কাছে আর্জি জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। এখনও পর্যন্ত মোট আটজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।